News Details

Vision and Mission in Bangla
ভিশন:আমাদের লক্ষ্য হচ্ছে একাডেমিক, আইনগত সেবা, পরামর্শ, প্রশিক্ষণ, চাকরি প্রদান ও ফ্যাক্টরি উন্নয়ন সেবার ক্ষেত্রে পথপ্রদর্শক হয়ে ওঠা—বিশেষত শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক (RMG) ও উৎপাদনমুখী শিল্প খাতে। একইসাথে, বাংলাদেশের তরুণ প্রজন্মের ক্যারিয়ার গঠনে এক নম্বর প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। আমাদের ওয়ান-স্টপ সেবার মাধ্যমে আমরা হচ্ছি পেশাদার ও বিশ্বস্ত অংশীদার। প্রশিক্ষণ ও ব্যবসায়িক ডকুমেন্টেশন প্রদান করি, যাতে আমাদের গ্রাহকরা তাদের ক্যারিয়ার ও ব্যবসায়িক অগ্রগতিতে আরও দক্ষ, জ্ঞানসম্পন্ন ও লাভজনক হতে পারেন।
Advertisement
We Accept

Select an Option
Myself, Md. Sharfaraz Ahmed, MBA(D.U), cordially requesting to the respected owner of RMG of BD to give an opportunity to work with this lead auditor, founder of this consortium, experienced and highly motivated employee to explore the ideas and to show the managerial capabilities, side by side to sharpen the updated knowledges and contribute to the development of the beloved industry of Bangladesh, while working with you as the full time employee.